০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম বিয়ের প্রলোভনে দশম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মহেশখালী "আইসিটি কেয়ার" কোচিং সেন্টারের পরিচালক ও বড় মহেশখালী বালিকা উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ওই ধর্ষককে গ্রেপ্তারের দাবীতে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, "হাবিবুর রহমান তার স্কুলের শিক্ষক ছিলেন। পড়ালেখার ফাঁকে তিনি তাকে বিনামূল্যে প্রাইভেট পড়ানোর এবং তার কোচিং সেন্টারে আসার প্রস্তাব দেন। শিক্ষকের জোরাজুরিতে সে কোচিং সেন্টারে যাওয়া শুরু করে। সেখানে বিশেষ ক্লাসের কথা বলে তাকে একা বসতে বলতেন এবং বিভিন্ন সময় তার শরীরের স্পর্শকাতর অংশে হাত দিতেন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তারে...