০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ পিএম গত ৬ সেপ্টেম্বর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগস্টের শেষে ছোট প্যাকেজের জন্য শুল্কমুক্ত ব্যবস্থা স্থগিত করার দিন, মার্কিন যুক্তরাষ্ট্রে পার্সেল চালানের পরিমাণ ৮১ শতাংশ কমে গেছে। বিশ্বব্যাপী ৮৮টি পোস্টাল অপারেটর সম্পূর্ণ বা আংশিকভাবে যুক্তরাষ্ট্রে পার্সেল সরবরাহ স্থগিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ জুলাই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ২৯শে আগস্ট থেকে ৮০০ ডলার বা তার কম মূল্যের আমদানিকৃত পার্সেলের জন্য শুল্কমুক্ত ব্যবস্থা স্থগিত করা হয়েছে। এরপর ছোট পার্সেলগুলোতে প্রযোজ্য সমস্ত কর এবং ফি প্রযোজ্য হবে। শিল্প সংশ্লিষ্টরা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের নিম্ন-মূল্যের শুল্কমুক্ত ব্যবস্থা বাতিলের ফলে বিশ্বব্যাপী ডাক নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হবে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আন্তঃসীমান্ত ই-কমার্সের উপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসার উপর। পরাজিত...