ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। ভোটগ্রহণ করা হবে ক্যাম্পাসের নির্ধারিত আট কেন্দ্রে। শিক্ষার্থীরা কীভাবে সঠিক নিয়মে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তা ছবি ও ভিডিওচিত্রের মাধ্যমে জানানো হয়েছে ডাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট দেবেন ভোটার। জানা যায়, এবার বিগত যে কোনো নির্বাচনের চেয়ে ডাকসুতে ব্যালটের আকার বড়। থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদের থাকছে এক পৃষ্ঠার ব্যালট। নির্বাচনে ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে। ভোটার তার সুবিধাজনক সময়ে নির্ধারিত ভোটকেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্রে...