বিখ্যাত কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনোমার কোম্পানির প্রাক্তন মানবসম্পদ প্রধান ক্রিস্টিন কেবট এবং সিইও অ্যান্ডি বাইরনের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। তাদের দেখে কোল্ডপ্লের সংগীতশিল্পী ক্রিস মার্টিন মঞ্চ থেকে মজার মন্তব্য করে বলেন, ‘তারা হয়তো প্রেমে পড়েছে নয়তো খুব লাজুক।’ মঞ্চ থেকে এমন মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং উভয়কেই পেশাগতভাবে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে তারা উভয়েই পদত্যাগ করতে বাধ্য হন। ট্রল এবং কৌতুক অনুষ্ঠানের বিষয়ও...