বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীনে বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন ‘হায়ার অ্যাডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের পরিচালক পদে নিয়োগ পাওয়ার একদিনের মাথায় নিয়োগ বাতিল হওয়া অধ্যাপককে স্বপদে পুনর্বহালের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে তার স্থলে নিয়োগ পাওয়া নতুন পরিচালকের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। জানা যায়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত মুহাম্মদ সোলায়মান ৩২ জন প্রার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করে ২০২৪ সালের ১৩ মার্চ হিট প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পান। কিন্তু এর পরদিন, ১৪ মার্চ তৎকালীন শিক্ষামন্ত্রীর মৌখিক নির্দেশে সেই নিয়োগ আদেশ বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থক হওয়ার অজুহাতে...