গ্যাবেন মালয়েশিয়ার পাহাং স্ট্যাটের একটি শহর। যেখানে বিভিন্ন প্রকারের শিল্প রয়েছে। আর তানগুক নদী ঐ শিল্পাঞ্চলের পাশ দিয়া বয়ে যাওয়া এক নদী। যেটি শিল্পের বর্জ্য ও বর্জ্যপানি ফেলে নদীর পানি ও পলি দূষিত করে থাকে। সাধারণত: পলিসমূহ (সেডিমেন্টস) দূষিত হয় শিল্প এবং শিল্পের বর্জ্য ও বর্জ্যপানির মাধ্যমে। পলি দূষণের বড় ক্ষতিকর দিক হলো জলজ প্রাণী কর্তৃক পলি ভঙ্গন এবং খাদ্যচক্রে দূষকের অনুপ্রবেশ। মানুষের অযাচিত কার্যক্রমের প্রভাব এবং শিলা ও খনিজ (প্যারেন্ট ম্যাটেরিয়াল) থেকে আসা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং অবক্ষয় প্রক্রিয়া (ওয়েদারিং) এর মাধ্যমে ব্যাপকভাবে পলিতে হেভিমেটাল অর্থাৎ (As, Cd, Pb, Cr... প্রভৃতি) সঞ্চিত হয়ে থাকে। হেভিমেটাল দীর্ঘদিন প্রকৃতিতে থাকে এবং তার ক্ষতিকর প্রভাবের কারণে অনেক গুরুত্ব পেয়ে থাকে। হেভিমেটালসমূহ সহজে রাসায়নিক ও জৈব প্রক্রিয়ায় ধ্বংস করা যায় না। বর্তমান সময়ে...