জুলাই-আগষ্টে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আরও তিনজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দানকালে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম গত বছরের ৫ আগষ্ট রাজধানীর চানখারপুলে হত্যাকাণ্ডের বিবরণ দেন। জবানবন্দির একপর্যায়ে তিনি বলেন, আন্দোলনকারী ছাত্র-জনতাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ্ আলম মো. আখতারুল ইসলাম। তিনি সেদিন পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন ‘তোমাদের যাদের কাছে পিস্তল, চায়না রাইফেল আছে, আন্দোলনকারীদের ফায়ার (গুলি) করে তাদেরকে মেরে ফেলো।’ যারা গুলি করতে অপারগতা প্রকাশ করেন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন পলাতক এই পুলিশ কর্মকর্তা। এ নিয়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল...