০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় কুষ্টিয়ার মিরপুরে গোবিন্দগুনিয়া সুইচ খাল হতে ৬নং ব্রীজ পর্যন্ত জিকে খাল থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ১৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। এসময় উপজেলা মৎস্য অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম বলেন, “অবৈধ চায়না দুয়ারী কারেন্ট জাল মাছের প্রজনন বাধাগ্রস্ত করে এবং মাছের রেণু পোনা ধ্বংস করে দেয়, যা নদী ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। সরকার মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতি...