আদালতের রায়ে প্রমাণিত হয় যে, আবেদনকারী আইনিভাবে তপশিলভুক্ত জমির মালিক ও দখলদার। অন্যদিকে বিবাদীরা বেআইনিভাবে ওই জমি দখল করে রেখেছিল। আদালত বিবাদীদের অবৈধ দখল ছাড়ার নির্দেশ দেন। তারা স্বেচ্ছায় না ছাড়লে উচ্ছেদ করে মূল মালিককে দখল বুঝিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।রায় বাস্তবায়নের পর জমির দখল ফিরে পেয়ে বীর মুক্তিযোদ্ধা একেএম হান্নান আবেগাপ্লুত হয়ে বলেন, ১৯৯০ সালে আমাকে জেলা প্রশাসক এ জমিটি বন্দোবস্ত দেন। কয়েক বছর আমি এখানে চাষাবাদ করি ও ঘর নির্মাণ করি। কিন্তু বিদেশে যাওয়ার পর প্রতিপক্ষ জমিটি দখল করে নেয়। দীর্ঘ ১৩ বছর মামলা চালিয়েও কোনো সুরাহা পাইনি। অবশেষে নতুন আইনে মামলা করে রায় পেলাম এবং আমার জমি ফেরত পেলাম। এজন্য আমি অন্তর্বর্তী সরকার ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, দেশে ভূমি...