ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। রবিবার দেওয়া রায়ে তিন সদস্যের বেঞ্চ বলেছে, বন্দিদের ন্যূনতম জীবিকা নিশ্চিত করতে যথেষ্ট পুষ্টি সরবরাহ করতে সরকার আইনগতভাবে বাধ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, খাদ্য নীতির পরিবর্তনের কারণে বন্দিরা অপুষ্টি ও অনাহারে ভুগছেন। ইসরায়েলি মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস মামলাটি করেছিল। রায়ের পর তারা বলেছে, এই রায় অবিলম্বে কার্যকর করতে হবে। ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির অবশ্য আদালতের রায়ের সমালোচনা করেছেন। তিনি এক্সে লিখেছেন, গাজায় ইসরায়েলি জিম্মিদের রক্ষা করার কোনও সুপ্রিম কোর্ট নেই। আমি আইনে অনুমোদিত ন্যূনতম শর্তই বন্দি সন্ত্রাসীদের জন্য প্রয়োগ করব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার রাতে হামাসকে সতর্ক করে বলেছেন, জিম্মিদের মুক্তির বিষয়ে প্রস্তাব গ্রহণের এটিই ‘শেষ সুযোগ’। ট্রাম্প...