বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ্ব মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ। ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত একটি সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সভাপতি ড. মোহাম্মদ আবু ইউছুফ। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশিন (বিপিএ) এবং সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসক পরিষদের উদ্যোগে ‘বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আবু ইউছুফ বলেন, “বাংলাদেশে বর্তমানে ষাটোর্ধ্ব মানুষ মোট জনসংখ্যার ১০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষ বার্ধক্যে উপনীত হবে। বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষায় ফিজিওথেরাপি একটি কার্যকর সমাধান। সরকার এ খাতে নীতি সহায়তা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। ”...