নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে রক্তক্ষয়ী সহিংসতার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবার বাসভবনে এক বৈঠকে দলের নেতাদেরকে পদত্যাগের সিদ্ধান্ত জানান তিনি। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি’র বাসভবনে মন্ত্রিসভার বৈঠকে রমেশ পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে নেপালের পত্রিকা ‘দ্য কাঠমান্ডু পোস্ট’। বৈঠকে উপস্থিত থাকা এক মন্ত্রী জানান, বিক্ষোভে ১৯ জনের প্রাণহানি এবং ৪০০ জন আহত হওয়ার ঘটনায় নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। রমেশ লেখক ২০২৪ সালের ১৫ জুলাইয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। সোমবার পদত্যাগের কথা জানিয়ে কাঠমাণ্ডুর স্থানীয় সংবাদমাধ্যম অনলাইন খবর–কে তিনি বলেন, “আজকের বিক্ষোভে বহু প্রাণহানি হয়েছে। তার নৈতিক দায় আমারই। নৈতিকতার খাতিরে আমি পদে থাকতে চাই না।” নেপাল সরকার ফেইসবুক, ইউটিউব, এক্সসহ বড় বড় সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর থেকেই...