সময়ের আলোচিত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও কিসসিকখ্যাত অভিনেত্রী শ্রীলীলা প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বলিপাড়ায় চাউর হয়েছে। কিন্তু এ তারকা জুটির কেউ-ই এখন পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু গণেশচতুর্থী উদযাপন করতে গিয়ে এবার একসঙ্গে ধরা পড়লেন দুই তারকা। তবে কি এবার সত্যি সত্যি প্রেমে সিলমোহর দিয়েছেন তারা? এমন প্রশ্ন ভক্ত-অনুরাগীদের। বলিপাড়ায় একের পর এক তারকাসন্তানের সঙ্গে নাম জড়িয়েছে কার্তিক আরিয়ানের। অভিনেত্রী সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে— কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা। যদিও মুখে বলেছেন তিনি নাকি সিঙ্গেল। পরিচালক অনুরাগ বসুর আগামী সিনেমার নায়ক-নায়িকা কার্তিক ও শ্রীলীলা। সেখান থেকেই নাকি তাদের প্রেমযাত্রা। যদিও তাদের প্রেমের কথা তারা মুখে স্বীকার করেননি ঠিকই। কিন্তু গণেশচতুর্থীতে ছড়িয়ে পড়া...