দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খান মো. মীজানুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে দুদকের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুদকের পরিচালক ড. খান মো. মীজানুল ইসলামের বিরুদ্ধে কমিশনের অনুসন্ধানের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এভারকেয়ার হাসপাতালের পরিচালক মাহাবুবুল আনামের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিলক্ষিত হয়। কমিশনের নির্দেশে গোপন তথ্যানুসন্ধানেও কমিশনের পরিচালক ড. খান মো. মীজানুল ইসলামের গত ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি হওয়া এবং চিকিৎসা শেষে গত ২০ আগস্ট বকেয়া চিকিৎসা বিল বাবদ দুই লাখ চার হাজার ১৩২ টাকা নিজে পরিশোধ করেননি। তিনি কমিশনের অনুসন্ধানের অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মাহবুবুল আনাম কর্তৃক উক্ত টাকার জিম্মা (গ্যারান্টি)...