স্বচ্ছতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্মের (জেন-জি) প্রতিবাদকারীদের উপর প্রাণঘাতী দমন-পীড়নের নৈতিক দায়ভার কাঁধে নিয়ে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক আজ সোমবার (৮ সেপ্টম্বর) সন্ধ্যায় পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সভাপতিত্বে বালুয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রামেশ লেখক তার পদত্যাগপত্র জমা দেন। খবর দি হিমালয়ান টাইমসের। এর আগে আজ সোমবার পুলিশ প্রতিবাদকারীদের উপর গুলি চালালে কাঠমান্ডু এবং ইতাহারি শহরে অন্তত ১৯ জন নিহত হয়। উপত্যকা ও সুনসারি জেলার হাসপাতালগুলোতে বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীসহ শত শত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্রমশ বাড়তে থাকা প্রতিবাদ দমনে কর্তৃপক্ষ এর আগে কাঠমান্ডু, পোখারা, বুটওয়াল-ভৈরহওয়া এবং...