চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর সাব জোনাল অফিসের কর্মীরা গণছুটি কর্মসূচি পালন করায় গ্রাহকরা বিদ্যুৎবিল জমা দিতে না পেরে বিপাকে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা ‘গণছুটি’ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। তারা চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার (৮ সেপ্টেম্বর) পবিস কর্মীর মধ্যে ২২০ জন গণছুটি কর্মসূচিতে ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে এই কর্মসূচি পালন করছেন তারা। এ কর্মসূচি পালন করায় জনভোগান্তির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ মোট ৬টি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী ৪৪৭ জন। তাদের ৪ দফা দাবি আদায়ে গণছুটি কর্মসূচি উপলক্ষে ৩০৯ জন ছুটির আবেদন দিয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ৮৮ কর্মীর মধ্যে ৪২ জন ছুটির আবেদন জমা দিয়েছেন। মহারাজপুর...