চলতি মাসের সাত দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৭৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসের এ কয়দিনে রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৩৭৮ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৯৮৪ টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৬৪ টাকা ধরে)।সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৮ কোটি ৫০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৯০ শতাংশ। আর আগস্টে ২৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। টাকায় এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ আয়ের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি...