ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে ২ হাজার ১০০ পুলিশ সদস্য, ইউনিফর্মে থাকছে ২ হাজার পুলিশ। আর থাকছে র্যাব-সোয়াট টিমের সদস্যরাও।এদিকে ডাকসু নির্বাচনে ক্যাম্পাসসহ ভোটকেন্দ্রে নিরাপত্তা নিয়ে কোন আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ডাকসু নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তায় পোশাকে থাকবে ২ হাজার ১০০ পুলিশ সদস্য। সাদা পোশাকে থাকবে ২ হাজারের মতো পুলিশ। এ ছাড়াও ভোর থেকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সহায়তায় থাকবে র্যাব ও সোয়াদ টিমের সদস্যরা।উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ মঙ্গলবার...