প্রথমে দর্শকরা কিছুটা সময় অপেক্ষা করলেও বিদ্যুৎ না ফেরায় অনেকেই ধীরে ধীরে বেরিয়ে যেতে থাকেন। গানটি শেষ করতে পারেননি অরিজিৎ, এমনকি দর্শকদের ধন্যবাদ জানানোর সুযোগও পাননি।ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং লন্ডন স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী রাত সাড়ে দশটার পর অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিষিদ্ধ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ নিয়ম মানার পক্ষে মত দিলেও, অনেকেই এটিকে শিল্পীর প্রতি অসম্মান হিসেবে আখ্যা দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো অরিজিৎ বা আয়োজকদের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।ক্যানসারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলেন সঞ্জয় দত্ত ঘটনাটি কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, বরং লন্ডন স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী রাত সাড়ে দশটার পর অনুষ্ঠান চালিয়ে যাওয়া নিষিদ্ধ। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কর্তৃপক্ষ...