মানববন্ধনে বক্তারা বলেন, ভৌগোলিকভাবে ঢাকার চেয়ে ফরিদপুর শরীয়তপুর থেকে দূরে। শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকেও ঢাকার সঙ্গে শরীয়তপুরের নিবিড় যোগসূত্র রয়েছে। পদ্মা সেতুর উদ্বোধনের পর সেই সংযোগ আরও সহজ হয়েছে। তাই শরীয়তপুরকে কোনোভাবেই ফরিদপুর বিভাগে নিতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমানশরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির বলেন, আমরা বহু বছর ধরে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। কোনোভাবেই ফরিদপুর বিভাগে যাব না। আমাদের দাবি উপেক্ষা করা হলে কঠোর আন্দোলন করা হবে।জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, নিকার সভায় ফরিদপুর বিভাগ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে আমরা জেনেছি। কিন্তু শরীয়তপুরের সব দপ্তরই ঢাকা বিভাগের সঙ্গে যুক্ত। গত সরকার ফরিদপুর বিভাগ গঠনের নামে অনেক দপ্তর গোপালগঞ্জে সরিয়ে নিয়েছিল। শরীয়তপুরবাসী...