নেপালের সংসদ ভবনে ঢুকে পড়ার চেষ্টা করা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে দেশটির পুলিশ। সোমবার দিনভর এই রাজধানী কাঠমান্ডুসহ অন্যান্য শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। • বিক্ষোভকারীরা কারা?হাজারো তরুণ নেপালি, যাদের বেশিরভাগের বয়স ২০ বছরের কাছাকাছি বা তারও কম। তারা রাজধানী কাঠমান্ডু এবং দেশের অন্যান্য শহরে বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভকারী অনেক শিক্ষার্থী স্কুল ও কলেজের ইউনিফর্ম পরে বিক্ষোভে অংশ নিয়েছেন। বিক্ষোভের আয়োজকরা এই কর্মসূচিকে ‘জেন জি প্রজন্মের আন্দোলন’ বলে আখ্যায়িত করেছেন। • বিক্ষোভের সূচনা কীভাবে?গত সপ্তাহে নেপালের সরকার একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ করে। দেশটির সরকারের নতুন নিয়ম অনুযায়ী প্ল্যাটফর্মগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়। সরকারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভুয়া আইডি...