নেপালে বিক্ষোভকারীরা সোমবার পার্লামেন্ট ভবনের দেয়াল টপকে সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে -ইন্টারনেট সামাজিক যোগাযোগে ব্যবহৃত অ্যাপগুলোর মালিক প্রতিষ্ঠানগুলোকে নেপালের নিয়ম মেনে নিবন্ধন করার জন্য বলেছিল দেশটির সরকার। সেই অনুযায়ী কয়েকটি নিবন্ধন করলেও ফেইসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ ২৬টি প্রতিষ্ঠান তা না মানায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয় গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে। কিন্তু এর বিরুদ্ধে সোমবার,(০৮ সেপ্টেম্বর ২০২৫) রাজধানী কাঠমাণ্ডুর বানেশ্বরে দেশটির ফেডারেল পার্লামেন্ট ভবনের কাছে প্রথম শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল তরুণ বয়সের, যাদের বিভিন্ন গণমাধ্যম জেনজি হিসেবে অভিহিত করে থাকে। কাঠমাণ্ডুর পোস্ট, রয়টার্স ও হিন্দুস্থান টাইমসের খবর থেকে জানা যায়, বিক্ষোভকারীরা রাস্তায় নামে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দেয়ার প্রতিবাদে। কিন্তু পরবর্তীতে তাদের বিক্ষোভে সরকার ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে স্লোগান যুক্ত হতে দেখা যায়। বিক্ষোভের শুরুতে তারা জাতীয়...