চট্টগ্রাম: বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাস্টমস বন্ড কমিশনারেট, বেপজা ও ইপিজেডভিত্তিক বিনিয়োগকারীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার (৮ সেপ্টেম্বর) ইপিজেডের বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের (বেপজিয়া) মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান। চট্টগ্রাম ইপিজেড ইনভেস্টরস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মো. মাহফুজুল হক ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন বেপজিয়া পরিচালক অঞ্জন শেখর দাস। স্বাগত বক্তব্য দেন বেপজিয়ার ভাইস প্রেসিডেন্ট (অর্থ) খাজা মাঈনুদ্দিন ফরহাদ। বক্তব্য দেন বেপজিয়া জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ। আলোচনা করেন বেপজা চট্টগ্রাম জোনের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহান, কর্ণফুলী জোনের নির্বাহী পরিচালক মসিউদ্দিন বিন মেজবাহ, বেপজিয়া পরিচালক তপন কুমার মজুমদার, এমএনসি অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম ভূঁইয়া, অতিরিক্ত...