জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন মাঠপর্যায়ে দায়িত্বপালনকারী পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। তার নাম মো. আশরাফুল ইসলাম। সোমবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি রাষ্ট্রপক্ষের ৩৯তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কীভাবে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছিলেন তা উঠে এসেছে আশরাফুলের জবানবন্দিতে। বিশেষ করে রাজধানীর চাঁনখারপুর এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বল প্রয়োগের নমুনা তুলে ধরেন তিনি। জবানবন্দিতে এসআই আশরাফুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলামের নির্দেশে প্রয়োজন ছাড়াই ছাত্র-জনতাকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও গুলি ছোড়া হয়। এসময় অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা গুলি করতে না চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এডিসি আক্তার।...