সরকারবিরোধী আন্দোলনের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সোমবার সন্ধ্যায় তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেনারেশন জেডের (জেন জি) বিক্ষোভে পুলিশের প্রাণঘাতী দমন-পীড়নের নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস বলছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সভাপতিত্বে বালুওয়াটারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে লেখক তাঁর পদত্যাগপত্র জমা দেন। এর আগে সোমবার দিনের শুরুতে কাঠমান্ডু এবং ইতারিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণে কমপক্ষে ১৯ জন নিহত ও ৪ শতাধিক আহত হওয়ার পর তাঁর পদত্যাগের সিদ্ধান্ত এল।এদিকে কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলোতে শত শত আহত ব্যক্তির খবর পাওয়া গেছে, যার মধ্যে বিক্ষোভকারী, সাংবাদিক এবং নিরাপত্তা কর্মীও ছিলেন। এর আগে, বিক্ষোভ নিয়ন্ত্রণ...