তবে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে এই চক্র। ৫ই আগস্ট পরবতর্ীতে এই সিন্ডিকেটের কয়েকটি চালান আটক হলেও অদৃশ্য ছোঁয়াই কোন ব্যবস্থা নেইনি কাস্টমস ও বন্দর কতৃপক্ষ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দরে কার্গো ইয়ার্ড টার্মিনালে ভারতীয় কাঁচা মরিচবাহী একটি ট্রাক হতে ( সিজি-০৪পিইউ-৫২৮৮) ১টি এয়ার পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ভারতীয় চালক ও হেলপারকে আটক করে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আটককৃতরা হলো-গুরুজীত সালুজা (৩১) ও হেলপার রাম দাস নাওয়াদি (২৪)। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ট্রাক হতে অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃত ভারতীয় চালক ও হেলপারের বিরুদ্ধে আইনানুগ পক্রিয়া চলামান রয়েছে। বেনাপোল কার্গো শাখা সূত্রে জানা যায়,ভারতীয় রপ্তানী কারক সেন শিপিং লাইন্সের মাধ্যমে বাংলাদেশ রপ্তানীকৃত ১৯৪ বস্তা কাঁাচাঝাল (ওজন ১১টন) ভর্তি ট্রাক চালকের হেফাযতে রাখা পিস্তল ও গুলি উদ্ধার পূর্বক...