জন্মগত দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. তফসিরুল্লাহর। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি। নির্বাচনি লড়াইয়ে মাঠে নেমে নানা প্রতিবন্ধকতা যেমন তাকে পেরোতে হচ্ছে, তেমনি ভোট দেওয়ার ক্ষেত্রে ‘স্বাধীনতা ও গোপনীয়তা’ রক্ষার বিষয়েও ভাবতে হচ্ছে তাকে। তফসিরসহ অন্তত তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবার ভোটের লড়াইয়ে নেমেছেন। দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, এমন ভোটার পাওয়া গেছে ৩০ জন। এসব প্রার্থী ও ভোটারদের কথা বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো ব্রেইলে ব্যালট পেপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের ইতিহাসে এমন উদ্যোগ প্রথম হওয়ার কথা বলছে তারা। প্রার্থী ও ভোটাররা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধকতা মোকাবেলা করা শিক্ষার্থীদের প্রবেশগম্যতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তারা। তফসিরের...