চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষের দুই দিন পর হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাওসার হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। কাওসার হোসেনকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্ব দিয়ে থানার ওসি করা হয়েছে পুলিশ পরিদর্শক মনজুর কাদের ভুঁইয়া। সোমবার বিকালে বদলির এ আদেশ হয়েছে জানিয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়মিত বদলির অংশ হিসেবে এ পরিবর্তন।” হাটহাজারী বড় মাদ্রাসা নিয়ে আরিয়ান ইব্রাহীম নামের এক যুবকের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থকদের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকে রোববার বেলা ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে...