পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির এক নেতা চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন রেন্ট-এ-কারের ব্যবসায়ী। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী একেএম হানিফ বাবলু। অভিযুক্ত নেতা হলেন- ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পাবনা মোটরশ্রমিক ইউনিয়নের ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি মোতালেব হোসেন। ভুক্তভোগী ব্যবসায়ী হানিফ বাবলু গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া থানায় জিডি করেন। জিডিতে হানিফ বাবলু উল্লেখ করেন, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ভাঙ্গুড়া পৌর শহরের বকুলতলা মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে মোতালেব হোসেন ও তার সহযোগী শাহ শিকদার চাঁদা দাবি করেন। চাঁদা দিতে আপত্তি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা। এ সময় বাবলুর দুটি মাইক্রোবাস সড়কে চলাচল করলে ভাঙচুরের হুমকি দেন। সেইসঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে হানিফ বাবলু...