জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) রহস্যজনক মৃত্যুর ঘটনায় দলটির অপর পক্ষের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিলেট থেকে এম আব্দুল হাফিজ (৪০) নামে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে দিরাই আদালতে সোপর্দ করা হলে বিচারক সাফায়েত সালাম তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।আরো পড়ুন:দুদকের মামলায় রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানাসাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার দুদকের মামলায় রাঙামাটি জেলা পরিষদের প্রকৌশলীসহ ৯ জনের বিরুদ্ধে পরোয়ানা এর আগে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত বুধবার ( ১০ সেপ্টেম্বর) রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেছেন। জমিয়ত দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে...