রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্র ও ম্যাগাজিনসহ মো. আবু হানিফ (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। তার হেফাজত থেকে একটি ম্যাগাজিন ও একটি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার মিরপুর মডেল থানাধীন পশ্চিম মনিপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হানিফকে গ্রেপ্তার করা হয়। মিরপুর থানা সূত্রের বরাত দিয়ে ডিসি তালেবুর জানান, একটি...