সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের হাইকোর্টে জামিন চেয়ে করা আবেদন শুনানি শেষ করা হয়েছে। এ বিষয়ে আদেশে দেওয়ার জন্য মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিন ঠিক করেছেন হাইকোর্ট। সোমবার (৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত বিষয়ে সুলতানা পারভীনের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এ দিন রেখেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। সাংবাদিকের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। মঙ্গলবার আদেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানা পারভীনের আইনজীবী ফয়েজ উল্লাহ ফয়েজ। আইনজীবী ইশরাত হাসান জাগো নিউজকে বলেন, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীনের জামিনের বিষয়ে মঙ্গলবার...