বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে আজ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। কিন্তু বক্তব্য দিতে গিয়ে দেশের পরিস্থিতি যদি অস্বাভাবিক হয়, স্বৈরাচার ফিরে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। তবে সেটি কোনো অবস্থাতেই ভালো হবে না। সোমবার,(০৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবেনা। গণতন্ত্র পূর্ণতা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। আমাদের দ্বিতীয় শপথ ৩১ দফার আলোকে এই বাংলাদেশকে আবারও পুনর্গঠন করতে জীবন বাজি রেখে কাজ করতে হবে। তারেক রহমান বলেন, আজ আমাদেরকে খেয়াল রাখতে হবে- জাতীয় নির্বাচন আমরা যতো...