ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে ভূবনকুড়া ইউনিয়নের বানাইচিরিংগীপাড়া এলাকা দিয়ে ভারত থেকে প্রবেশের সময় তেলীখালী বিওপির জওয়ানরা তাদের আটক করে। পরে হালুয়াঘাট থানায় তেলীখালী বিওপির হাবিলদার আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। আটকরা হলো- নড়াইল জেলার কালিয়া থানার পুটিমাড়ীর আজমীর মণ্ডলের ছেলে আকবর শেখ, একই এলাকার জবেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন, আফছার শেখের মেয়ে মিরা বেগম, খুলনা জেলার দিগলিয়া হাজী গ্রামের উজির মোল্লার মেয়ে রেজুকা উজির মোল্লা ও ফরিদপুর জেলার কোতোয়ালী থানার নালিয়া গ্রামের শেখ মেনাম উদ্দিনের ছেলে ইকবাল। হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, আটকদের জেলহাজতে পাঠানো হয়েছে। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে ভূবনকুড়া ইউনিয়নের...