জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলতি সেপ্টেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) আশ্বাস দিয়েছে বলে সাংবাদিকদের জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। সোমবার,(০৮ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক করে। প্রতিনিধি দলে জহিরুল ইসলাম মুসা ছাড়াও দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন। নিজেদের নিবন্ধনের অগ্রগতি জানতেই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে জহিরুল ইসলাম মুসা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেই আবেদন করেছিল। আবেদনটি এখন প্রক্রিয়াধীন আছে। আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে।’ জবাবে ইসি কর্মকর্তারা...