পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম তার সুরেলা কণ্ঠ ও ব্যতিক্রমী গানের জন্য বিশেষভাবে পরিচিত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'আদত', 'কুছ ইস তারহা', 'বা খুদা', ও 'দিল দিয়ান গ্যালান'। সম্প্রতি আতিফ আসলামের বাবা মারা গেছেন। এর কিছুদিন যাওয়ার পর একটি কনসার্ট করায় সমালোচনার মুখে পড়েন কণ্ঠশিল্পী। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার এ সিদ্ধান্তের সমালোচনা করেন। অবশেষে নীরবতা ভেঙে সেই সমালোচনা জবাব দিলেন এ সংগীতশিল্পী। সম্প্রতি কানাডায় এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেন আতিফ আসলাম। এ সংগীতশিল্পী বলেন, আমি পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হতে পারি না। আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন; কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব— এমনটি আশা করবেন না। আতিফ আসলাম বলেন, যখন মানুষ আমার সম্পর্কে কথা বলে, তখন আমি একজন বিদ্রোহী হয়ে উঠি।...