চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাত করে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ১০টার দিকে বাকলিয়া থানার শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান (৩৫) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন। এদিকে এ ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয়রা জানান, একটি চক্র গ্যারেজ মালিক শাহজাহান মিয়ার কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় চাঁদাবাজ চক্রটি ক্ষুব্ধ হয়। রোববার রাতে এলাকার চিহ্নিত চাঁদাবাজ তাহের আলীর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী শাহজাহান মিয়াকে তার গ্যারেজে এসেই এলোপাতাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় তাকে...