০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে রনি খান (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পারটেক্স গলি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘দাঁতভাঙা সোহাগ’ গ্রুপের সদস্যরা প্রতিপক্ষ ‘জ্ঞানপিচ্চি আবীর’ গ্রুপের সদস্য রনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রনির বড় ভাই রকি বলেন, আমার ভাই এখন মোহাম্মদপুর এলাকায় থাকে না। বর্তমানে মেঘনা ভাটার চর এলাকার সিনোবাংলা নামে একটি কোম্পানিতে চাকরি করে। কবে এখানে এসেছে আমরা জানি না। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, মাথার হাড় ভেঙে গেছে, হাঁটুর হাড় প্রায় বিচ্ছিন্ন,...