০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টি-টোয়েন্টিতে সাফল্যের পর এবার ওয়ানডে ফরম্যাট চালু করার কথা ভাবা হচ্ছে। রাজধানীর একটি হোটেলে এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আরও বলেন, এনসিএল ওয়ানডে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে। বুলবুল বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আমাদের আছে। এনসিএল টি-টোয়েন্টিতে বড় সাফল্য ছিল। ওয়ানডে ফরম্যাটকে লিস্ট ‘এ’ টুর্নামেন্ট হিসেবে বিবেচনা করা হবে।’ স্বাভাবিকভাবেই দেশের প্রথম শ্রেণীর টুর্নামেন্ট এনসিএল। গত বছর প্রথমবারের মত টি-টোয়েন্টি ফরম্যাট চালু করে বিসিবি। শুধু সিলেটের ভেন্যুতে হওয়া এই প্রতিযোগিতা ভালো সাড়া ফেলেছে। গত আসরের সাফল্যের পর দ্বিতীয়বারের মত এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আগামী ১৪...