নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ দাবি করেছে দেশটির রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এ ছাড়া নতুন করে নির্বাচনের আহ্বান জানিয়েছে দলটি। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভের জেরে আরএসপি বলছে, বর্তমান সরকার তার বৈধতা হারিয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, আজ সোমবার এক বিবৃতিতে এসব দাবি জানায় আরএসপি। বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক কবিন্দ্র বুরলাকোটি কাঠমান্ডুতে ‘জেন জি’ বিক্ষোভকারীদের প্রতি সরকারের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। বুরলাকোটি বলেন, ‘বর্তমান সরকারের প্রাসঙ্গিকতা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। এই ঘটনা তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ সব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ দলটি আরও বলছে, নেপালি কংগ্রেস এবং সিপএন-ইউএমএল জোট জাতীয় সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। ফেডারেল...