টানা তৃতীয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তিউনিসিয়া। ইকুয়েটোরিয়াল গিনিকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে দলটি। আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সোমবার ১-০ গোলে জিতে লক্ষ্যপূরণ করে তিউনিসিয়া। তিউনিসিয়ার জয়ের নায়ক মোহামেদ বেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন এই মিডফিল্ডার। আট ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে তিউনিসয়ার পয়েন্ট হলো ২২। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নামিবিয়া। তাই কোনোভাবেই আর তিউনিসিয়াকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয় নামিবিয়া বা গ্রুপের অন্য দলের পক্ষে। গত দুই বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছিল...