০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ইমরান খান ( সালামের) ওপর হামলার প্রতিবাদে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকাল পাঁচ ( ৫) টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল - কুয়াকাটা মহাসড়কে উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আতাউর রহমান ( রোমানের) সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মোঃ মহসীন, দৈনিক ডেসটনির বেলাল হোসেন, মানব কন্ঠের কামাল হোসেন, ইনকিলাবের জাহিদুল ইসলাম, বাংলাদেশ বানীর বেল্লাল হোসেন, সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন। মানববন্ধন থেকে সাংবাদিক ইমরান খান ( সালামের) ওপর হামলা কারীদের দৃষ্টান্ত...