০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম ব্রিক্স দেশগুলোর অনলাইন শীর্ষ সম্মেলনের অবস্থা সম্পর্কে অবহিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে, চীনা মুখপাত্র লিন চিয়ান বলেন, ব্রিক্স সহযোগিতা ব্যবস্থা হল নতুন বাজার দেশ এবং উন্নয়নশীল দেশের ঐক্য ও সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চ। বর্তমানের একতরফাবাদ, সংরক্ষণবাদের সামনে, ব্রিক্স দেশগুলো যৌথভাবে বহুপক্ষবাদ রক্ষা করে, ন্যায্যতা রক্ষা করে, যৌথ উন্নয়ন বেগবান করে। পাশাপাশি, ব্রিক্স দেশগুলো বর্তমান আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় ও স্থিতিশীল শক্তিতে পরিণত হয়েছে। এই শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি, বহুপক্ষীয় ব্যবস্থা, ব্রিক্স সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেন। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে উন্মুক্ত, সহনশীল, উভয় কল্যাণের ব্রিক্স চেতনা...