০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম ভারতেরই অন্য রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে প্রতিবাদ করেছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে নেমেছেন পথেও। অভিযোগ উঠেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে করা হচ্ছে নিগ্রহ। সেই অভিযোগই ফের এবার সামনে এল। এবার ঘটনাস্থল যোগী রাজ্য উত্তরপ্রদেশ। বাঙালি ফেরিওয়ালাদের আটক করার অভিযোগ উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে। বাংলায় কথা বলার অপরাধে মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে পুলিশ আটক করেছে। তাদের যোগী রাজ্যের পুলিশ হেনস্থা করে বলেও অভিযোগ। উত্তরপ্রদেশে কাজে যাওয়া নির্যাতিত বাঙালি ফেরিওয়ালাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছে। চেয়েছেন সাহায্য। জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশের বস্তি জেলায় কাজের সূত্রে গিয়েছিলেন ১৮ জন বাঙালি। ঘুরে ঘুরে ফেরি করতেন শিশুদের প্লাস্টিকের খেলনা ও গৃহস্থালির সরঞ্জাম। হেনস্থার...