দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। আসন্ন নির্বাচনে শিক্ষার্থীদের সবচেয়ে আকর্ষণীয় পদগুলোর মধ্যে একটি হলো সাধারণ সম্পাদক (জিএস)। প্রার্থীরা নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সঙ্গে আলাপকালে চার জিএস প্রার্থী তাদের ভিশন ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা প্রয়োগ করতে চাই: মাজহারুল ইসলাম (ইসলামী ছাত্রশিবির) ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে মনোনীত জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। জাকসু নিয়ে আলাপকালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষক নিয়োগ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে জাকসু ভূমিকা রাখতে পারে। কোনো স্টেকহোল্ডারের নিকট বিক্রি না হয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্তরিক হলে তবেই কেবল শিক্ষার্থীদের সমস্যাবলী সমাধান সম্ভব হবে। শিক্ষার্থীদের জন্য এ যাবত কী...