ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) স্থাপিত ডিএমপির অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষের বাইরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে, নিরাপত্তার ভেতরে অনুষ্ঠিত হবে বলে আশাপ্রকাশ করেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আমরা আশা করছি নিরাপত্তার কোনো আশঙ্কা নেই। গত সাতদিন ধরে নিরাপত্তা ভালো ছিল। ওই দিনও ভালো থাকবে। ১০ তারিখেও ভালো থাকবে। কোনো কারণে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সে বিষয়ে আহ্বান জানান ডিএমপি কমিশনার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে বলেও...