আন্দোলনকারীদের মারতে গুলি না চালানোয় চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এক এসআই। এছাড়া প্রমাণ ধামাচাপা দিতে অস্ত্রাগার থেকে ইস্যু করা গুলি ব্যবহার না করে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরবরাহ করা বাড়তি গুলি ছাত্রজনতার ওপর ব্যবহার করা হয় বলেও জানান তিনি। শেখ হাসিনার মামলার সাক্ষ্যে এসব তথ্য উঠে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এখন পর্যন্ত সাক্ষ্য দেওয়া ৩৯ জনের মধ্যে সোমবার এসআই আশরাফুল ট্রাইবুনালকে জানান, ডিএমপি কমিশনার হাবিবুরের নির্দেশে কীভাবে এডিসি এসি ও কনস্টেবলরা নিবির্চারে গুলি করেছিল আন্দোলকারীদের ওপর। এসআই আশরাফুল বলেন, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে এডিসি আক্তারুল ইসলাম প্রথমে পুলিশ সদস্যদের সাথে থাকা পিস্তল এবং চায়নিজ রাইফেল ব্যবহার করে গুলির নির্দেশ দেন। তখন সাক্ষী এসআই আশরাফুল তা না করলে...