আট দিন পর চোখ খুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। তাঁর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।গত ৩১ আগস্টের সংঘর্ষে মাথায় আঘাত পাওয়ার পর থেকে ইমতিয়াজকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ছয় দিন পর শনিবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তা খুলে নেওয়া হয়।ইমতিয়াজের বড় ভাই আসাদুজ্জামান সজীব বলেন, ‘সে এখন চোখ মেলে তাকাচ্ছে। তবে আরও কয়েক দিন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন চিকিৎসকরা।’হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইমতিয়াজ তাঁর বাবা-মাকে চিনতে পারছেন, হাত-পা নড়াচড়া করছেন। তবে তাঁর শরীরের বাঁ পাশ কিছুটা কম সাড়া দিচ্ছে। ফিজিওথেরাপি দিলে এটি স্বাভাবিক হয়ে যাবে। তাঁর অবস্থার সামগ্রিক উন্নতি হচ্ছে বলে জানান চিকিৎসকরা।হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভশিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে আজ...