রাজশাহীর পদ্মা নদীতীরে প্রাতঃকালীন বাজারে মিলছে টাটকা মাছ, চাহিদা প্রচুর রাজশাহী শহরের কোল ঘেষে বয়ে চলেছে পদ্মা নদী। দীর্ঘ সময়ের নিরবতা ভেঙে বর্ষায় জীবন ফিরে পায় এই পদ্মা। আর সেই সঙ্গে জেগে ওঠে পদ্মা পাড়ের জেলে পল্লীগুলো। জাল ছুড়লেই ওঠে আশা ভোরের নরম সূর্যের আলোয় ভেসে ওঠে ঝিলমিল করে মাছ। ভোরের হাওয়ায় ভেসে ওঠে আনন্দের কলরব। শুকিয়ে যাওয়ার দিনগুলো মুছে নদী যেনো নতুন করে বাঁচতে শেখায় সবাইকে । রাজশাহী নগরীর শ্রীরামপুরে পদ্মা নদীর তীরে জমে উঠেছে মাছের পল্লী। জেলেদের জালে ওঠা টাটকা নদীর মাছ সাজানো ঝুড়িতে ভোরের আলোয় সেই মাছ কিনতে ক্রেতাদের কোলাহলে মুখরিত নদী তীরে টাটকা মাছের গন্ধে ভরে ওঠেছে সকাল। নদী যেনো ফিরিয়ে দিয়েছে প্রাণ আর উৎসবের আনন্দ । নদী তীরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়...