নেপালে ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত এবং সরকারের দুর্নীতির বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির হাজার হাজার ছাত্র-জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত বিক্ষোভকারী। এ পরিস্থিতিতে নেপালে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অনুশীলন বাতিল করেছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যকার দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু নেপালজুড়ে তীব্র অস্থিরতা শুরু হওয়ায় ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ম্যাচের আগেরদিন উদ্ভূত পরিস্থিতিতে আর অনুশীলন করতে পারেনি জামাল ভূঁইয়ার দল। নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, নেপালের সময় বিকাল সোয়া ৩টায় আমাদের অনুশীলন ছিল। দুপুর আড়াইটার দিকে জানানো হয় যে, বাইরের পরিস্থিতি উত্তপ্ত।...